kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুন্সীগঞ্জে ছুরিকাঘাতে গুরুতর আহত স্কুলছাত্র অঙ্কন দত্ত (১৭) মারা গেছে। এক মাস ১৩ দিন চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সে মারা যায়। অঙ্কন দত্ত মুন্সীগঞ্জ শহরের রনছ পাড়ুলপাড়া এলাকার নির্মল দত্তের ছেলে। এ বছর শহরের কে কে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।

বিজ্ঞাপন

  নিহতের স্বজনরা জানায়, গত ৭ এপ্রিল বিকেলে প্রাইভেট শেষে মুন্সীগঞ্জ ডিসি পার্কে ঘুরতে যায় অঙ্কন। সেখান থেকে বাড়ি ফেরার জন্য একটি অটোরিকশায় ওঠে। এরপর পেছন থেকে কে বা কারা চেতনানাশকযুক্ত রুমাল মুখে চেপে তাকে অজ্ঞান করে। পরে তার বিদ্যালয়ের পেছনে পরিত্যক্ত জায়গায় নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে ছুরিকাঘাত করে মৃত ভেবে ফেলে রেখে যায়।সাতদিনের সেরা