kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

বংশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২০ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর বংশাল থানাধীন আলুবাজার পুকুরপাড় এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. ইয়াসিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা বিপ্লব হোসেন জানান, কয়েকজন শিশুসহ পুকুরে গোসল করার সময় ইয়াসিন পানিতে ডুবে যায়।

বিজ্ঞাপন

পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।সাতদিনের সেরা