চাঁদপুরের জেলা প্রশাসকসহ (ডিসি) উপসচিব পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে আলোচিত চাঁদপুরের ডিসি অঞ্জনা খান মজলিসকে নেত্রকোনার ডিসি হিসেবে বদলি করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসানকে চাঁদপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সাহেলা আক্তারকে শেরপুর ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শ্রাবস্তী রায়কে জামালপুরের ডিসি হিসেবে বদলি করা হয়েছে। জামালপুরের ডিসি বেগম মুর্শেদা জামানকে বাণিজ্য মন্ত্রণালয়, শেরপুরের ডিসি মো. মোমিনুর রশিদকে শিল্প মন্ত্রণালয় ও নেত্রকোনার ডিসি মো. আবদুর রহমানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন