করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন শনাক্ত হয়েছে। এ সময় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৮ দিনে দেশে করোনায় কেউ মারা যায়নি। এর আগে গত ২০ এপ্রিল করোনায় একজন মারা যায়।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন পর্যন্ত করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ১৩৮। মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছে ২১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৩৫৪ জন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৬০ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত ১৩.৮৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৯৭.৩০ শতাংশ। মারা গেছে ১.৪৯ শতাংশ।