উচ্চ শব্দের হর্ন বাজানোর জন্য রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বর এলাকায় ১২ জনকে জরিমানা ও ১৫ জনকে সতর্ক করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ক্যাম্পেইন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় যাতায়াতের যানবাহনের চালক, যাত্রী, পথচারীসহ জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়। এই কার্যক্রমে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখার পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উচ্চ শব্দের হর্ন বাজানো থেকে বিরত থাকার জন্য বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের সতর্ক করার পাশাপাশি ১২ জনকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৫ জনকে সতর্ক করা হয়।
বিজ্ঞাপন