সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলা দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকল নাইনটিন। একই সঙ্গে ঔপনিবেশিক আমলের আইনটি বাতিলের দাবি জানিয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা সংস্থাটি। আর্টিকল নাইনটিন মনে করে, নাগরিকদের তথ্য অধিকার খর্বকারী এই আইন রোজিনা ইসলামের ক্ষেত্রে চরমভাবে অপব্যবহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে আর্টিকল নাইনটিনের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘এক বছর পেরিয়ে গেলেও রোজিনার বিরুদ্ধে মামলার তদন্ত এখনো শেষ হয়নি।
বিজ্ঞাপন