kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

আ. লীগের আলোচনাসভা

শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের প্রস্তাব তুলেছেন দলের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দলীয় আলোচনাসভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রস্তাব তোলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভার সূচনা বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জানতে চান—পদ্মা সেতুর নামকরণ শেখ হাসিনার নামে চান কি না।

বিজ্ঞাপন

উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে এই প্রস্তাবের প্রতি সম্মতি জানান।

নেতাকর্মীদের হ্যাঁ সূচক জবাবের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমিও প্রস্তাব দিয়েছি। বলেছি সর্বস্তরের মানুষ প্রস্তাব করেছে, পদ্মা সেতু যেহেতু শেখ হাসিনার সাহসের ফসল, সে কারণে সেতুর নাম শেখ হাসিনা পদ্মা সেতু রাখা হোক।সাতদিনের সেরা