kalerkantho

সোমবার । ১৫ আগস্ট ২০২২ । ৩১ শ্রাবণ ১৪২৯ । ১৬ মহররম ১৪৪৪

পদ্মা সেতুতে রোড মার্কিং আজ থেকে

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৮ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআজ থেকে পদ্মা সেতুতে শুরু হচ্ছে রোড মার্কিং। শেষ হতে সময় লাগবে ২০ দিন। গতকাল মঙ্গলবার মাওয়া প্রান্ত থেকে রোড মার্কিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেতুর জন্য এরই মধ্যে সিগন্যাল বোর্ড তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

আলোকিত করতে সেতুজুড়ে স্থাপন করা ৪১৫টি ল্যাম্পপোস্টে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হচ্ছে। চলতি মাসেই বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। তাই সেতুতে যান চলাচলে আর কোনো বাধা থাকছে না। এদিকে যুক্তরাজ্য থেকে সেতুর প্যারাপেট ওয়ালের ওপরের রেলিং এবং দুবাই থেকে রেলিং পোস্ট আসছে সমুদ্রপথে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১৫ মে পৌঁছার কথা থাকলেও শ্রীলঙ্কায় ট্রানজিটে বিলম্ব হওয়ায় চলতি মাসের তৃতীয় সপ্তাহে প্রকল্প এলাকায় পৌঁছবে এগুলো। এই রেলিং স্থাপনে সময় লাগবে দুই থেকে তিন সপ্তাহ। সেতু চালু করতে এই রেলিং স্থাপন জরুরি নয়। কোনো কারণে চ্যালেঞ্জ তৈরি হলে রেলিং স্থাপন ছাড়াই সেতু খুলে দেওয়া হবে। পরে নাট সিস্টেমের রেলিং লাগানো হবে।সাতদিনের সেরা