আব্দুল মোমেন
মিয়ানমারের পর প্রতিবেশী ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি একে দুর্ভাগ্যের বিষয় বলে অভিহিত করেন।
পররাষ্ট্রমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসছে। এই রোহিঙ্গারা ২০১২ সালে সেখানে গিয়েছিল।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা (ভারত থেকে আসা) কিছু রোহিঙ্গা আটকও করেছি। তাদের আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেছে, কক্সবাজারে ভালো খাওয়া-দাওয়া পাওয়া যাচ্ছে। ভারতে অনেক বছর ধরে কষ্টে আছে। ’ তিনি বলেন, ‘তাদের মিয়ানমারে যাওয়া উচিত। তারা মিয়ানমারের লোক। ওখানে যায় না। আমাদের এখানে আসে। ’