জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও করতে যান বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। মিছিলটি জিরো পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়ে। ছবি : কালের কণ্ঠ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে জোট নেতাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রথমে সমাবেশ করেন জোট নেতারা।
বিজ্ঞাপন
এরপর তাঁরা মিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় জিরো পয়েন্টে পুলিশি বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে জোটের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ লাঠিপেটা করে। বাম জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু প্রমুখ।