নির্বাচনী প্রচারণায় নারী প্রার্থীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে প্রধান নির্বাচন কমিশনারকে ১৭ দফা দাবি নিয়ে স্মারকলিপি দিয়েছে মহিলা পরিষদ। গতকাল সোমবার সকালে মহিলা পরিষদের সাত সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনের প্রধান কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়।
এ সময় সংগঠনের পক্ষ থেকে সংখ্যালঘু, আদিবাসী, প্রান্তিক গোষ্ঠীর নারীসহ সব শ্রেণির জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রচেষ্টা গ্রহণ, প্রার্থীর নির্বাচনী ব্যয়ের ক্ষেত্র মনিটরিং এবং নির্বাচন-পরবর্তী সময়ে প্রান্তিক নারীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিসহ ১৭টি দাবি জানানো হয়েছে।
বিজ্ঞাপন