kalerkantho

বুধবার । ২৯ জুন ২০২২ । ১৫ আষাঢ় ১৪২৯ । ২৮ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ৩৭ জনের

নিজস্ব প্রতিবেদক   

১৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৫ দিন দেশে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল একজনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। অধিদপ্তরের হিসাবে, গত এক দিনে সুস্থ হয়েছেন ২২০ জন। এ নিয়ে ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০.৭৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩.৯০ শতাংশ। মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭.২৭ শতাংশ।সাতদিনের সেরা