kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

অসুস্থ কেরামত আলীর পাশে শুভসংঘ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅসুস্থ কেরামত আলীর পাশে শুভসংঘ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অসহায় অসুস্থ কেরামত আলীর চিকিৎসার জন্য গতকাল আর্থিক সহায়তা দেন কালের কণ্ঠ শুভসংঘ টাঙ্গাব ইউনিয়ন শাখার বন্ধুরা। ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের গফরগাঁওয়ে অসহায় অসুস্থ কেরামত আলীর (৮২) পাশে দাঁড়িয়েছেন কালের কণ্ঠ শুভসংঘ টাঙ্গাব ইউনিয়ন শাখার বন্ধুরা। গতকাল রবিবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব গ্রামে কেরামত আলীর বাড়িতে গিয়ে তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাব ইউনিয়ন শুভসংঘের উপদেষ্টা প্রভাষক মাসুদ রানা রাসেল, সভাপতি মোহাম্মদ শরীফ, কোষাধ্যক্ষ মো. শাহাবুদ্দিন, শুভসংঘের বন্ধু আব্দুস সামাদ মাস্টার, আশরাফুল ইসলামসহ কেরামত আলীর পরিবারের সদস্যরা।

কেরামত আলী পাঁচ মেয়ে ও এক ছেলের বাবা।

বিজ্ঞাপন

তাঁর ছেলে ওয়াহাব কাঠমিন্ত্রির কাজ করে সংসার চালান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তবে অভাব-অনটনের কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছিলেন না।

মাসুদ রানা রাসেল বলেন, শুভসংঘ প্রকৃতই অসহায়ের সহায়। তারা শুভ কাজে সব সময় অসহায়ের পাশে দাঁড়ায়। এই মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে।

মোহাম্মদ শরীফ বলেন, ‘আমরা কেরামত আলীর চিকিৎসার জন্য কিছুটা আর্থিক সহায়তা করেছি। ভবিষ্যতেও তাঁর চিকিৎসায় পাশে থাকব। ’সাতদিনের সেরা