kalerkantho

বৃহস্পতিবার । ১১ আগস্ট ২০২২ । ২৭ শ্রাবণ ১৪২৯ । ১২ মহররম ১৪৪৪

ওয়ার্কার্স পার্টির ৫০ বছর

বিভক্তি-ঐক্যে এগিয়ে চলা

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিভক্তি-ঐক্যে এগিয়ে চলা

সংবাদ সম্মেলনে ওয়ার্কার্স পার্টির নেতারা। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করে পার্টির নেতারা বলেছেন, এই ৫০ বছর যেমন ছিল সুমহান আন্দোলন ও অর্জনের, তেমনি লক্ষ্য পূরণ করতে না পারার ব্যর্থতা ও গ্লানির। ৫০ বছরে পার্টি যেমন এগিয়েছে, তেমনি পিছিয়েছে। বিভক্তি ও ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে চলেছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার রাজধানীর তোপখানায় পার্টির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য দেন ৫০ বছর উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য ও আহ্বায়ক মাহমুদুল হাসান মানিক, পলিটব্যুরোর সদস্য হাজি বশিরুল আলম প্রমুখ।

সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কেন্দ্রীয় অফিস সজ্জিতকরণ, ৩১ মে শহীদ জামিল আখতার রতনের মৃত্যুবার্ষিকীতে ‘জামায়াতের উত্থান, রাষ্ট্রধর্ম ইসলাম ও সাম্প্রতিক সাম্প্রদায়িক পরিস্থিতি’ সম্পর্কে আলোচনা। আগামী বছরের ১৭ মে ৫০ বছর পূর্তি সমাপনী অনুষ্ঠান ওয়ার্কার্স পার্টির ৫০ বছরের পথচলা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।সাতদিনের সেরা