kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

আরো পাঁচ দিন বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের বিভিন্ন স্থানে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। গতকাল রবিবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে।   একই সঙ্গে রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। আর ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

  আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।   সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে  আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। আর আগামী দুই দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পশ্চিমা লঘুচাপ পশ্চিমবঙ্গ ও এর বর্ধিতাংশ দেশের উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত অবস্থায় আছে।সাতদিনের সেরা