kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

দেশে আরো ৩৩ করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৮টা থেকে গতকাল রবিবার সকাল ৮টা) নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত আরো ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনায় কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ২৫ দিন দেশে করোনায় কারো মৃত্যু হয়নি।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩ জনসহ এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫৩ হাজার ১২। এই সময়ে হাসপাতাল ও বাসায় সুস্থ হয়েছে ২৬৯ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ০.৮৬ শতাংশ।সাতদিনের সেরা