kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা উদযাপন

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল চট্টগ্রাম নগরীর নন্দনকাননে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনভর নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করে। ছবি : কালের কণ্ঠ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধপূর্ণিমা যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনভর নানা আচার-অনুষ্ঠানের আয়োজন করে।

করোনায় গত দুই বছর আয়োজন সীমিত থাকলেও এবার সাড়ম্বরে বুদ্ধপূর্ণিমা উদযাপন করা হয়। রাজধানীতে সম্মিলিত প্রতীকী শান্তি শোভাযাত্রা ছাড়াও বুদ্ধপূজা, মহাসংঘদান, আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন ও বাসাবো সবুজবাগ বৌদ্ধ বিহার।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন স্থানে শান্তি শোভাযাত্রা এবং বৌদ্ধ মঠ ও মন্দিরগুলোয় দিনব্যাপী প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনার আয়োজন করে বৌদ্ধ সম্প্রদায়। বুদ্ধের অনুসারীরা প্রতিটি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে ও ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশেভিত করে বুদ্ধের আরাধনায় মগ্ন হন। মানবজাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়।সাতদিনের সেরা