kalerkantho

মঙ্গলবার । ২৮ জুন ২০২২ । ১৪ আষাঢ় ১৪২৯ । ২৭ জিলকদ ১৪৪৩

অপহৃত মেয়েকে উদ্ধারে বাবার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক   

১৬ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅপহরণের শিকার এক স্কুলছাত্রীকে (১৫) উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা। আড়াই মাস আগে ওই স্কুলছাত্রী অপহৃত হলেও পুলিশ আজও তার কোনো সন্ধান করতে পারেনি। মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা এবং অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তিনি। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।

বিজ্ঞাপন

অপহৃত স্কুলছাত্রীর নাম রিয়া আক্তার। সে রাজধানীর দক্ষিণখান গার্লস স্কুলে দশম শ্রেণিতে পড়ে। তার বাবার নাম সফিকুল ইসলাম। গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সফিকুল ইসলাম বলেন, ‘রিয়া প্রতিদিনের মতো গত ২৮ ফেব্রুয়ারি সকালে স্কুলে যায়। কিন্তু স্কুল শেষ হওয়ার অনেক পরও বাসায় না ফেরায় স্কুলের সামনে গিয়ে জানতে পারি বেশ কয়েকজন দুর্বৃত্ত আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। এ ঘটনায় ১ মার্চ দক্ষিণখান থানায় মামলা করি। এত দিনেও আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। থানা পুলিশও আমার মেয়ে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি বা উদ্ধার করতে পারেনি। ’ সফিকুল মেয়েকে উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন এবং অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 সাতদিনের সেরা