বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।
বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলর হিসেবে এই মনোনয়ন দিয়েছে বলে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এনামুল হক চৌধুরী ডেইলি সানের সম্পাদনায় আসার আগে ভারতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সদস্যও ছিলেন তিনি।
বিজ্ঞাপন