kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হলেন ডেইলি সান সম্পাদক

নিজস্ব প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’-এর সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী।

বিশ্ববিদ্যালয়টির পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের জন্য সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিলর হিসেবে এই মনোনয়ন দিয়েছে বলে গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এনামুল হক চৌধুরী ডেইলি সানের সম্পাদনায় আসার আগে ভারতে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) হিসেবে সাত বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের একজন সদস্যও ছিলেন তিনি।

বিজ্ঞাপন

কর্মজীবনে বাংলাদেশ সংবাদ সংস্থা, বিডিনিউজ, রয়টার্স, দেশ টেলিভিশন, অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভার, ডেইলি নিউজ ও দ্য ইনডিপেনডেন্টে  কাজ করেছেন তিনি।সাতদিনের সেরা