kalerkantho

শুক্রবার । ১৯ আগস্ট ২০২২ । ৪ ভাদ্র ১৪২৯ । ২০ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

শোক ও শ্রদ্ধা জানাতে আমিরাত গেলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

প্রেসিডেন্ট শেখ খলিফার মৃত্যু

কূটনৈতিক প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সদ্যঃপ্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক জানাতে গতকাল শনিবার আবুধাবি গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। গতকাল সন্ধ্যা ৭টায় আমিরাতের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। কূটনৈতিক সূত্রগুলো জানায়, এই সফরে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোকবার্তা জানাবেন। এ ছাড়া তিনি ওই দেশটির নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার বিষয়েও বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের বার্তা পৌঁছে দেবেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল সোমবার দেশে ফিরবেন।

আমিরাতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা শোক প্রকাশ করেছেন।সাতদিনের সেরা