kalerkantho

বৃহস্পতিবার । ৩০ জুন ২০২২ । ১৬ আষাঢ় ১৪২৯ । ২৯ জিলকদ ১৪৪৩

ভাটারায় ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর ভাটারায় বখাটেদের ছুরিকাঘাতে মো. শান্ত (২২) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে ভাটারা নুরেরচালা এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় শান্তর বন্ধুরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শান্তর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ভাটারা থানার ওসি সাজেদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ছুরিকাঘাতে শান্ত নামের এক যুবকের মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। আমাদের ফোর্স বিষয়টি জেনে হাসপাতালে গেছে। কী ঘটেছিল, এখনো বিস্তারিত বলা যাচ্ছে না। ’

শান্ত টাইলস মিস্ত্রির কাজ করতেন। তাঁর বাবার নাম তাজুল ইসলাম। শান্ত সাঈদনগরে এক বন্ধুর সঙ্গে থাকতেন।সাতদিনের সেরা