চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন ডিটি রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিষাক্ত গোখরা সাপের দুই পাউন্ড বিষসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে এই অভিযানের পর গতকাল শনিবার এ বিষয়ে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে। গোয়েন্দা পুলিশের দাবি, উদ্ধার করা বিষের দাম প্রায় পাঁচ কোটি টাকা। গ্র্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইসমাইল ওরফে মগা বৈদ্য (৩৫), জয়নাল আবেদীন (৫৫) ও রূপন চাকমা শ্যামল (৪২)।
বিজ্ঞাপন
অভিযানের বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ জহিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা নিজেদের তান্ত্রিক হিসেবে পরিচয় দেয়। ঝাড়ফুঁক দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে। ’