kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটির বোর্ড সভা অনুষ্ঠিত

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের ২৭তম সভা গত শুক্রবার বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. লিয়াকত আলী সিকদার। সভায় বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা এবং বিশ্ববিদ্যালয়ের তৃতীয় কনভোকেশন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মোবারক হোসেন, অধ্যাপক এম শাহীন খান, ইমতিয়াজ আহম্মেদ, সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মো. জোনায়েত আহমেদ, আরীফুল বারী মজুমদার, মো. কামরুজ্জামান, ফিরোজ মাহমুদ হোসেন, তানভীর ইসলাম পাটোয়ারী, সুলতানা পারভীন, সেলিনা বেগম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিসাতদিনের সেরা