kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

দুই বছর পূর্তিতে মেয়র আতিকুল

সন্তুষ্টির বিষয়ে সিদ্ধান্ত দেবে নগরবাসী

নিজস্ব প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসন্তুষ্টির বিষয়ে সিদ্ধান্ত দেবে নগরবাসী

আতিকুল ইসলাম

দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘আমার এই দুই বছরের কার্যক্রমের সন্তুষ্টির বিষয়টি আমি জনগণের কাছে ছেড়ে দিয়েছি। সন্তুষ্টির বিষয়ে সিদ্ধান্ত দেবে আমার নগরবাসী। ’ 

গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশান-২-এ নগর ভবনে মেয়র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে সকাল ১০টায় তিনি ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নিধনে ‘১০টা ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসা-বাড়ি করি পরিষ্কার’ অভিযান শুরু করেন।

বিজ্ঞাপন

  এ সময় তিনি নগর ভবনের বেসমেন্ট এবং আটতলা ঘুরে দেখেন এবং সবাইকে নিজেদের অফিস ও বাসা-বাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানান।

‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে প্রশ্নের জবাবে মেয়র বলেন, বিগত সময়ের তুলনায় ঢাকা শহরের জলাবদ্ধতা অনেক কমে গেছে। আমি দুই বছর আগে দায়িত্ব গ্রহণের সময় ডিএনসিসিতে জলাবদ্ধতার ১৪২টি হটস্টট ছিল, গত বছর ছিল ১০১টি এবং এ বছর কমে ৪২টিতে নেমে এসেছে। এ বছর দ্রুত সময়ে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা ১০টি অঞ্চলের জন্য ১০টি ‘কুইক রেসপন্স টিম’ (কিউআরটি) গঠন করেছি। তারা প্রয়োজনীয় পাম্প ও পানি অপসারণের যন্ত্র নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে। ০৯৬০২২২২৩৩৩ এবং ০৯৬০২২২২৩৩৪ এই দুটি হট লাইন নম্বরে ফোন করে অথবা সবার ঢাকা অ্যাপের মাধ্যমে জলাবদ্ধতার বিষয়ে জানানো যাবে এবং তাৎক্ষণিক রেসপন্স টিম পৌঁছে যাবে। ’

যানজটের বিষয়ে মেয়র বলেন, ‘যানজট নিরসনে শহরের প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের আসা-যাওয়ার জন্য স্কুল বাসের ব্যবস্থা করার বিষয়ে পরিকল্পনা নিয়েছি। আমি শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত বিষয়টি নিয়ে আলাপ করে ব্যবস্থা নেব। ’সাতদিনের সেরা