মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ তারেক রহমান ও বিএনপির দিকে তাকিয়ে আছে। বেগম খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের নেতৃত্বে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল আরো বলেন, আজ দেশ ক্রান্তিকাল অতিক্রম করতে হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রমে আমরা হতাশ হয়ে পড়ছি। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের কথা বললেও তারা স্বাধীনতাবিরোধী কাজ করছে। বর্তমানে বাংলাদেশকে স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত করেছে। তার প্রমাণ যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।