রাজধানীর পূর্ব কদমতলীতে গতকাল শনিবার বৈদ্যুতিক খুঁটি থেকে নিচে পড়ে হেলাল উদ্দিন (৩০) নামের এক কেবল লাইন সংযোগকারী যুবক মারা গেছেন। তিনি সায়মন স্যাটেলাইট নামক প্রতিষ্ঠানের লাইন সংযোগকারী ছিলেন। নিহতের সহকর্মী জনি মিয়া জানান, বিকেলে পূর্ব কদমতলী রায়েরবাগে কেবল লাইন সংযোগের জন্য বৈদ্যুতিক পিলারে উঠে লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পর্শে ওপর থেকে নিচে একটি দেয়ালে পড়ে যান হেলাল। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় সুফিয়া হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন