kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়াধাওয়ির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে। পরে দুই কলেজের শিক্ষকদের হস্তক্ষেপে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নিউ মার্কেট থানার ওসি স ম কাইয়ুম বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

’ ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ টি এম মইনুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছিলাম। পরে ঘটনা আর সামনে বাড়েনি। ঠিক কী কারণে ঝামেলা হয়েছে, এখনো বের করা যায়নি। ’সাতদিনের সেরা