রাজধানীতে আরহাম আহমেদ সাদ (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে নিউ মার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডের বাসায় সে আত্মহত্যা করে। সাদ বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজে নবম শ্রেণিতে পড়ত। সাদের কাকা মাহমুদ হোসেন গণমাধ্যমকে জানান, বাসায় নাশতা করা নিয়ে তার মা বকা দেন।
বিজ্ঞাপন
পরিবার সূত্র জানায়, সাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার হাজীপাড়ায়। তাঁর বাবা আহমেদ হোসেন প্রেস ও প্রিন্টিং ব্যবসায়ী। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল সবার বড়।