kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৫ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপল্লীকবি জসীমউদ্দীন স্মরণে ফরিদপুরে আজ রবিবার থেকে পক্ষকালব্যাপী জসীম পল্লী মেলা-২০২২ শুরু হচ্ছে। বিকেলে মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শহরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবির বাড়িসংলগ্ন কুমার নদের পারে জসীম উদ্যানে চার বছর পর এ মেলা শুরু হচ্ছে। মেলার পাশাপাশি জসীম মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম। উল্লেখ্য, প্রতিবছর পল্লীকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু এ বছর করোনাসহ বিভিন্ন কারণে ওই সময় মেলা করা যায়নি। এ ছাড়া ২০১৭ সালে সর্বশেষ মেলা অনুষ্ঠিত হয়েছিল। এরপর আর মেলার আয়োজন করা সম্ভব হয়নি।সাতদিনের সেরা