সুন্দরবনসংলগ্ন নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৪৪ ঘণ্টা পর মিরাজ হাওলাদার (২৬) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে ঘটনাস্থলেই লাশটি ভেসে ওঠে বলে জানান মিরাজের বড় ভাই পলাশ হাওলাদার।
মিরাজ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামের নাছির হাওলাদারের ছেলে। গত বৃহস্পতিবার বিকেলে পূর্ব বন বিভাগের শরণখোলা
রেঞ্জের কালামিয়া ও শ্যালার চরসংলগ্ন নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
বিজ্ঞাপন
এদিকে মানিকগঞ্জের পদ্মা নদীতে নিখোঁজ আবুল কালাম (৫০) নামের এক কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজ হওয়ার দুই দিন পর গতকাল শনিবার দুপুরে লাশটি ভেসে উঠলে মানিকগঞ্জের হরিরামপুর থানা ও নৌ পুলিশ তা উদ্ধার করে। আবুল কালাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার মৃত বিশু ফকিরের ছেলে।
হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, কিশোরগঞ্জ থেকে ধান কেটে ৪০০ মণ ধান নিয়ে ২১ জন শ্রমিক ট্রলারে করে দৌলতপুর যাচ্ছিলেন।
গত বৃহস্পতিবার হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের উজানপাড়া এলাকায় পদ্মা নদীতে ট্রলারটি ডুবে যায়। অন্যরা নিরাপদে তীরে ফিরতে পারলেও নিখোঁজ ছিলেন আবুল কালাম। শনিবার লাশটি ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।