kalerkantho

শনিবার । ১০ ডিসেম্বর ২০২২ । ২৫ অগ্রহায়ণ ১৪২৯ । ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৪

মাথায় ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের অভয়নগরে গাছের ডাল মাথায় পড়ে আবু সায়েদ মোল্যা (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মে) রাতে উপজেলা শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আবু সায়েদ মোল্যা ওই গ্রামের মৃত হাসেম মোল্যার ছেলে। তিনি অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।

বিজ্ঞাপন

আবু সায়েদ মোল্যার চাচাতো ভাই শহিদুল মোল্যা জানান, রাত সাড়ে ৮টার দিকে তাঁর ভাই সায়েদ মোল্যা বাড়ির পাশে টিউবওয়েলে গোসল করছিলেন। এ সময় টিউবওয়েলসংলগ্ন মেহগনিগাছের একটি ডাল ভেঙে তাঁর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা