লক্ষ্মীপুরের রামগঞ্জে সাইফুল ইসলাম সুমন নামের এক মাছ ব্যবসায়ীসহ চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে গতকাল শুক্রবার ইছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগে বলা হয়, ইউপি সদস্য ফারুক ও সুমনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।
বিজ্ঞাপন
তবে ইউপি সদস্য ফারুকের দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাঁর ভাই-বোনদের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়েছে।