kalerkantho

মঙ্গলবার। ৯ আগস্ট ২০২২ । ২৫ শ্রাবণ ১৪২৯ । ১০ মহররম ১৪৪৪

ইউপি সদস্যের পিটুনিতে চারজন হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৪ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুরের রামগঞ্জে সাইফুল ইসলাম সুমন নামের এক মাছ ব্যবসায়ীসহ চারজনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে গতকাল শুক্রবার ইছাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগে বলা হয়, ইউপি সদস্য ফারুক ও সুমনের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে ফারুক জোরপূর্বক জমি দখল করতে ছয়-সাতজন লোক নিয়ে সুমনের পরিবারের ওপর হামলা করেন। তাঁরা সুমনসহ পরিবারের চার সদস্যকে বেদম পিটিয়ে আহত করেন। এতে সুমনের শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে ইউপি সদস্য ফারুকের দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাঁর ভাই-বোনদের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়েছে।

 সাতদিনের সেরা