বিরাজমান সুযোগের সর্বোত্তম ব্যবহার করে একটি উন্নত ও প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে দুই দেশের প্রতিনিধিরা এই অঙ্গীকার করেন। ঢাকায় কোরীয় দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইস্ট এশিয়া স্টাডি সেন্টার যৌথভাবে ‘কোরিয়া-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর : প্রবণতা ও দিকনির্দেশনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে দুই দেশের প্রতিনিধিরা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও আগের চেয়ে আরো বেশি সহযোগিতার আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দক্ষিণ কোরিয়ার সহায়তা কামনা করেন। তিনি বলেন, এটি একটি সত্যিকারের অর্জন হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং-কিউন এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন।