ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুুুনী দাস তন্ব্বীকে বেদম মারধরের অভিযোগে করা মামলায় সংগঠনের পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম মোহনা আলমগীরের আদালত এই দিন ধার্য করেন। এ মামলার আসামিরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জিয়াসমিন শান্তা, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাংস্কৃতিকবিষয়ক উপসম্পাদক শেখ তানসেন।
বিজ্ঞাপন