নারীপাচারের অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ থেকে গত বৃহস্পতিবার অনামিকা আক্তার কাকলী (২৩) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৩ জানায়, বেকার তরুণীদের উচ্চ বেতনে দুবাইয়ের ড্যান্স বারে চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন কাকলী। এরপর তাঁর স্বামী রফিকুল ইসলাম রানা দুবাই থেকে ভ্রমণ ভিসা ও টিকিটের ব্যবস্থা করে দিতেন। এ জন্য ভুক্তভোগীদের কোনো খরচ দিতে হতো না।
বিজ্ঞাপন