রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাম্পের মোটর পুড়ে যাওয়ায় এক সপ্তাহ ধরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে হাসপাতাল কোয়ার্টারে বসবাসরত লোকজন ও রোগীরা পড়েছে ভোগান্তিতে। আবার ডায়রিয়া রোগীর প্রভাব রয়েছে। পানি না থাকায় দুর্গন্ধও ছড়াচ্ছে।
বিজ্ঞাপন
হাসপাতালে গিয়ে দেখা যায়, মহিলা ওয়ার্ডে ১০ জন, পুরুষ ওয়ার্ডে তিনজন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে পাঁচজনই ডায়রিয়ায় আক্রান্ত রোগী।
এমনিতেই পানিসংকট, তারপর আটটি ফ্যানের পাঁচটি অচল। প্রচণ্ড গরমে রোগীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাসিমা বেগম বলেন, ‘গত ২৮ এপ্রিল থেকে পাম্পের মোটর পুড়ে যাওয়ার ফলে হাসপাতালে পানি নেই। বাইরেও কোনো ব্যবস্থা নেই। হাসপাতালে ১৩ জন রোগী ভর্তি আছে, তার মধ্যে পাঁচজনই ডায়রিয়ায় আক্রান্ত। তাদের চিকিৎসা দিতে গিয়ে আমরাই রোগী হয়ে যাচ্ছি। আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ’