হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শুকচর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আপন ও চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন শাহজাহান মিয়া (৪০)। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুকচর গ্রামে জমি নিয়ে শাহজাহান মিয়ার পরিবারের বিরোধে ২০১৯ সালে খুন হন আব্দুল কুদ্দুছ নামের এক ব্যক্তি। ওই খুনের আসামি হিসেবে পলাতক থেকে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন শাহজাহান।
বিজ্ঞাপন
সম্প্রতি তিনি জামিন নিয়ে বাড়িতে গিয়ে বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করেন।
গতকাল বিকেলে এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে শাহজাহানের আপন ভাই জয়নাল মিয়া, চাচাতো ভাই বিলাল মিয়া, আছকির মিয়াসহ কয়েকজন তাঁকে বেধড়ক মারপিট ও কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা বলেন, ‘আমরা হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছি। ’
চাঁদপুর : মতলব উত্তর থানায় দুই দল নৌ ডাকাতের সংঘর্ষে এক দলের সর্দার উজ্জল মিজি নিহত হয়েছেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ষাটনল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দারের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।
জানা গেছে, দুই দল ডাকাতের বাড়িই মুন্সীগঞ্জ জেলায়। তারা দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে ডাকাতিসহ নানা অপরাধে জড়িত রয়েছেন।
নোয়াখালী : সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে আম পাড়াকে কেন্দ্র করে মো. ইউছুফ (৩২) নামের এক সৌদিপ্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা করেছে একই বাড়ির লোকজন।
গত বৃহস্পতিবার রাতের এ ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন ইউছুফের ভাই কবির হোসেন (৪৫)। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে নূর নবী, সোহেল ও রুবেল নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
পিরোজপুর : মঠবাড়িয়ায় শিশুদের পুকুরে সাঁতার কাটা নিয়ে বিবাদের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবক দুলাল হাওলাদার (৩৩) নিহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল ভোরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী : পুঠিয়া উপজেলায় হাসিবুর রহমান সাগর (১৯) নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। ঈদের পরদিন গত বুধবার বন্ধুদের সঙ্গে নাটোরে ঘুরতে গিয়ে নিখোঁজ হন বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাসিবুর। গতকাল তাঁর লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে তিতাস নদীর শাহবাজপুর এলাকা থেকে গতকাল দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বগুড়া : শাজাহানপুরে চোর সন্দেহে রবিউল ইসলাম ওরফে মেহেরুল (৩৮) নামের এক মাদকসেবীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।