হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী শক্তিকে নিয়ে নানা গুজব ও মিথ্যাচারে ব্যস্ত বিএনপি। তাদের রাজনীতি এখন এই অপচেষ্টায় সীমাবদ্ধ। এসব মিথ্যাচার প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের ধস নামানো বিজয় সুনিশ্চিত হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
গতকাল কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
এখন সবাই আওয়ামী লীগের নৌকায় উঠতে চায় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘সাড়ে ১৩ বছরের উন্নয়নযজ্ঞ দেখে সবাই নৌকায় উঠতে চায়। তাই বলে তাদের নৌকায় উঠতে দেওয়া যাবে না। মাদক কারবারি, ভূমিদস্যু, উড়ন্ত পাখিদের স্থান আওয়ামী লীগে নেই। ’
নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী ও দলের বিপদে হাল ধরবেন এমন কর্মীকে নেতৃত্বে আনার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, ঔদ্ধত্যপূর্ণ আচরণকারী নেতারা দলের জন্য ক্ষতিকর। তাই এ ধরনের নেতাদের বরদাশত করা হবে না।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন।