kalerkantho

মঙ্গলবার । ১৬ আগস্ট ২০২২ । ১ ভাদ্র ১৪২৯ । ১৭ মহররম ১৪৪৪

সংক্ষিপ্ত

‘গুমে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না’

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি   

৭ মে, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণ-আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে জনতার সরকার গঠন করা হবে। এর পর নজরুল ইসলাম বাচাসহ সব গুম-খুনের হোতাদের বিচার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামের বোয়ালখালীর কডলডেঙ্গায় গুমের শিকার উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তিনি এসব কথা।

বিজ্ঞাপন

আমির খসরু আরো বলেন, ‘আমেরিকা তো এমনি এমনি নিষেধাজ্ঞা দেয়নি। তথ্য-প্রমাণের ভিত্তিতেই তারা এ নিষেধাজ্ঞা দিয়েছে। এবার আর কেউ রক্ষা পাবে না। ’ আমির খসরুর সঙেগ ছিলেন সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমদ খান প্রমুখ।সাতদিনের সেরা