নিউ মার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় করা আলাদা দুই মামলায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থীর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকা মহানগর হাকিম মো. মোশাররফ হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
নাহিদ হাসান হত্যা মামলায় আসামি মাহমুদুল হাসান সিয়াম এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আসামি মো. মেহেদী হাসান বাপ্পি ও মো. মোয়াজ্জেম হোসেন সজীবের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিন তিন আসামিকে আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
একই সঙ্গে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আসামি বাপ্পি ও সজীবের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।