kalerkantho

শনিবার । ২৫ জুন ২০২২ । ১১ আষাঢ় ১৪২৯ । ২৪ জিলকদ ১৪৪৩

করোনায় মৃত্যু ১ নতুন শনাক্ত ৪৪

নিজস্ব প্রতিবেদক   

১২ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে



দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু  হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছে ৪৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৮ লাখ ৮৯ হাজার ২৩০ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ৩৩৬টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ২৩৪টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ০.৭১ শতাংশ।



সাতদিনের সেরা