kalerkantho

রবিবার । ২৫ সেপ্টেম্বর ২০২২ । ১০ আশ্বিন ১৪২৯ ।  ২৮ সফর ১৪৪৪

ঢাকা মহানগর দক্ষিণ

সব থানা কমিটি বিলুপ্ত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক   

৮ এপ্রিল, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সব থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দক্ষিণ বিএনপির ২৪টি থানা কমিটি রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অধীন সব থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

বিজ্ঞাপন

গত ২ আগস্ট আবদুস সালামকে আহ্বায়ক এবং রফিকুল আলম মজনুকে সদস্যসচিব করে ৪৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর সংগঠন পুনর্গঠনে বড় ধরনের সিদ্ধান্ত এলো।

আবদুস সালাম কালের কণ্ঠকে বলেন, দ্রুত নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে। তাই সব কমিটি বিলুপ্ত করা হয়েছে।  

সালাম বলেন, মহানগর পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে। জানা গেছে, থানা কমিটি গঠনের জন্য মহানগর নেতাদের দিয়ে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে।সাতদিনের সেরা