কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ও মানহানিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। উপজেলা যুবলীগের সহসভাপতি মোজাফফ্র হোসেন পল্টুর বিরুদ্ধে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সফুর আলম গতকাল শুক্রবার থানায় এই মামলা করেন।
এজাহারে বলা হয়, গত ২৫ জানুয়ারি থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মোজাফফ্র হোসেন পল্টু তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমপি জাফর আলমের বিরুদ্ধে একের পর এক কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট দেন। এসব পোস্টের কারণে দলীয় নেতাকর্মী, সমর্থক থেকে শুরু করে জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
বিজ্ঞাপন
এদিকে জাফর আলমের বিরুদ্ধে ওই পোস্ট দেওয়ার প্রতিবাদে বর্ধিত সভা করেছে চকরিয়া পৌর আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগ। পৃথক এসব সভা থেকে মোজাফফেরর বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং তাঁকে যুবলীগ থেকে বহিষ্কারের দাবি ওঠে।
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, পোস্ট দেওয়ার লিখিত অভিযোগ পেয়ে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মামলা নেওয়া হয়েছে। আসামিকে ধরতে পুলিশ কাজ করছে।
সংসদ সদস্য জাফর আলম কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা ছবিকে পুঁজি করে মোজাফফ্র হোসেন পল্টু মানুষের জমি দখলের চেষ্টাসহ বিভিন্নজনকে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়েছে। ’