kalerkantho

শুক্রবার ।  ২৭ মে ২০২২ । ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২৫ শাওয়াল ১৪৪

হাসপাতালে আরো দুই ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক   

২৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাসপাতালে আরো দুই ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দুজন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

বিবৃতিতে বলা হয়, চলতি বছর গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২৫ জন।

বিজ্ঞাপন

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৯ জন।   এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরে ২৮ হাজার ২৬৫ জন, মারা যায় ১০৫ জন।সাতদিনের সেরা