নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর শিল্পাঞ্চল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশের ফুটপাতের দোকানের দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁচপুরে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহ আলম ও তাঁর লোকজন চাঁদা তুলছিলেন। গত ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে শাহ আলমকে হারিয়ে মনু মিয়া সদস্য নির্বাচিত হন।
বিজ্ঞাপন