শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘মুহম্মদ জাফর ইকবাল সাধারণ ছাত্রদের আন্দোলনের সঙ্গে একাত্মতা করে ভালো করেছেন। তাঁকে ধন্যবাদ। এখন সরকারের দায়িত্ব ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়া। সেদিন পুলিশ ডেকে উপাচার্য ভুল করেছিলেন।
বিজ্ঞাপন
গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে জাফরুল্লাহ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, শাহজালালের কোনো অধ্যাপক কখনো এই প্রতিষ্ঠানটির উপাচার্য হননি। এই বিশ্ববিদ্যালয়ে যাঁরা কাজ করেছেন, এত বছর ধরে তাঁদের মধ্য থেকেই উপাচার্য হওয়া উচিত।
ছাত্র আন্দোলনের বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, সরকার অন্ধ, ভুল পথে হাঁটছে। সরকারের উচিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে দ্রুত সরিয়ে দেওয়া। এ বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সমালোচনা করে তিনি বলেন, তাঁর (শিক্ষামন্ত্রী) পদক্ষেপ ভুল ছিল। আন্দোলনের প্রথম দিনই ঘটনাস্থলে তাঁর আসা উচিত ছিল।