kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

সংসদে মসিউর রহমান রাঙ্গা

লবিতে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদে বিরোধী দল নেই, বিএনপির সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। বিএনপির এমপিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য বন্ধ না করলে জাতীয় সংসদের লবিতে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য হলে তা এক্সপাঞ্জ না হলে সংসদ থেকে ওয়াক আউট করবেন বলেও হুমকি দেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে রাঙ্গা এ কথা বলেন।

বিজ্ঞাপন

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে রাঙ্গা আরো বলেন, ‘বলা হয় এই সংসদে বিরোধী দল নেই।

আমরা জাতীয় পার্টি এই সংসদের বিরোধী দল। ’সাতদিনের সেরা