kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

ডেঙ্গু আক্রান্ত রোগী কমছে

নিজস্ব প্রতিবেদক   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় নতুন একজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পূর্ববর্তী ২৪ ঘণ্টার এসব তথ্য জানিয়ে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ১২৩ রোগী।

বিজ্ঞাপন

একই সময় তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১৮ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন।সাতদিনের সেরা