kalerkantho

বৃহস্পতিবার ।  ১৯ মে ২০২২ । ৫ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৭ শাওয়াল ১৪৪৩  

হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে নানা কর্মসূচিতে স্মরণ

হবিগঞ্জ প্রতিনিধি   

২৮ জানুয়ারি, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়াকে নানা কর্মসূচিতে স্মরণ

কিবরিয়া

হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াকে ১৭তম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়েছে। কিবরিয়া ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সকালে শহরের আর ডি হল প্রাঙ্গণে কিবরিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অন্য কর্মসূচির মধ্যে ছিল দোয়া ও মিলাদ, আলোচনাসভা, স্থিরচিত্র প্রদর্শনী এবং দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ।

বিজ্ঞাপন

কর্মসূচি সঞ্চালনের দায়িত্বে ছিলেন কিবরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা।সাতদিনের সেরা