‘প্রতিটি ধর্মেই মানবতার কথা বলা হয়েছে, কিন্তু মানবজাতি তা নষ্ট করে ফেলেছে। ’ গতকাল দিনাজপুরের কাহারোল উপজেলার শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের আয়োজনে সার্বভৌম ভক্ত সম্মিলনী ও ৬৩তম বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, ধর্ম কখনো সন্ত্রাসকে লালন করে না। ধর্মনিরপেক্ষতা ও আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ উন্নয়নে ভাসছে।
বিজ্ঞাপন
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শ্রী নিগমানন্দ সারস্বত সেবাশ্রমের পরিচালক নন্দদুলাল চক্রবর্তী।
এর আগে তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিনে পুরো আশ্রম পরিদর্শন করেন প্রধান অতিথি নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ সম্মানিত অতিথিরা।